পরীক্ষিৎ নামের অর্থ কী? এবং কী কারণে তাঁর নাম পরীক্ষিৎ করা হয়?

পরীক্ষিৎ নামের অর্থ কী? এবং কী কারণে তাঁর নাম পরীক্ষিৎ করা হয়?

পরিক্ষিৎ শব্দের অর্থ হচ্ছে পরীক্ষায় জিৎ অর্জুন পুত্র অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভস্থ সন্তান পরীক্ষিৎ। এই পরীক্ষিৎই ছিল পাণ্ডব বংশের শেষ বংশধর । পাণ্ডবদের শেষ বংশধর ধ্বংস করার জন্য অশ্বল্থামা ব্রক্ষর্ষির নামক অস্ত্র মন্ত্র পুতঃ করে নিক্ষেপ করলেন। এই অস্ত্র কাকেও ধ্বংস করতে না পেরে চলে গেল উত্তরার গর্ভে ভ্রূণরূপি পরীক্ষিৎকে নষ্ট করতে। তখন কৃষ্ণ তাকে…

শ্রীকৃষ্ণকে দেখা গিয়েছে কখনো রাধার পাশে, কখনো ললিতার পাশে বা অন্যকোন সখির পাশে থেকে বিভিন্ন লীলা প্রবর্তন করেছেন, এটি কি ন্যায় সংগত?

শ্রীকৃষ্ণকে দেখা গিয়েছে কখনো রাধার পাশে, কখনো ললিতার পাশে বা অন্যকোন সখির পাশে থেকে বিভিন্ন লীলা প্রবর্তন করেছেন, এটি কি ন্যায় সংগত?

শ্রীকৃষ্ণতো অবতার পুরুষ এবং স্বয়ং ভগবান, তিনি কারোর বাধা নয় বা কারোর একার নয় কিংবা নির্দিষ্ট কোন ব্যক্তির নয় । তাঁকে যে, যেভাবে কামনা করেন তিনি সেইভাবেই তাঁর কামনা পূরণ করেন। সে রাধা, বিরজা, রুক্ষ্মিনী, সত্যভামা যেই হোক না কেন । “কা তব কান্তা” । তিনি কারো একার কান্ত নয় ।

মৃত্যুর স্বাদ কেমন, কিরুপ এর যন্ত্ৰণা ?

মৃত্যুর স্বাদ কেমন, কিরুপ এর যন্ত্ৰণা ?

🔸️ প্ৰাচীন বৈদিক সাহিত্য গরুড় পুরাণে বলাহয়েছে ৪০,০০০ বিষাক্ত বিছা পোকা একত্ৰেকামড়ালে যে যন্ত্ৰণা হয়, মৃত্যুকালে জীবতার সমান যন্ত্ৰণা ভোগ করবে । 🔸️ ভগবান কপিল দেব মৃত্যু সময়ের বীভৎসঅভিজ্ঞতা সম্বন্ধে বলেছেনঃ ”সেই রুগ্নঅবস্থায় , ভেতরের বায়ুর চাপে , তার চক্ষুঠিকরে বেড়িয়ে আসে এবং কফের দ্বাৱাশ্বাসনালি রুদ্ধ হয়ে যায় । নিঃশ্বাস নিতেতখন খুব কষ্ট হয় এবং…

বসুদেব কেন কারাগার বরণ করলেন?

বসুদেব কেন কারাগার বরণ করলেন?

বসুদেব ছিলেন পূর্বজন্মে কশ্যপমুনি। তিনি বরুণদেবের গাভী হরণ করেন । একারণে বরুণ দেব তাঁকে অভিশাপ প্রদান করেন যে, তুমি যেমন আমার কামধেনু হরণ করে তাঁর বৎসগণকে দুগ্ধ হতে বঞ্জিত করেছো ঠিক তুমিও মর্ত্যে জন্মগ্রহণ করে তোমার সন্তানগণ মাতৃদুগ্ধ হতে বঞ্জিত হবে । তাই কশ্যপমুনি বসুদেব হয়ে জন্মগ্রহণ করে এবং তাঁর সন্তানগণ কখনোই মায়ের দুধ পান…

ভদ্রাকালীর কাছে মহারাজ যুধিষ্ঠির মহাপ্রন্থানের সময় জগদ্বাসীর জন্য কোন বর চাইলেন?

ভদ্রাকালীর কাছে মহারাজ যুধিষ্ঠির মহাপ্রন্থানের সময় জগদ্বাসীর জন্য কোন বর চাইলেন?

মহারাজা ভদ্রাকালীর কাছে একটি ফ্রি চাইলেন যে, মাগো। তুমি আমাকে এই বরটি প্রদান করো যেন কলিকালে তুমি সদা জাগ্রত থাকবে, সকলের অন্যায় তুমি দেখে দূষ্টের লাস্তি দিয়ে শিষ্টের পালন করো ।

অর্জুনের কোন বিদ্যা থাকার জন্য দ্রোপদ রাজার লক্ষ্য ভেদ করে দ্রোপদীকে গ্রহণ করেছিলেন?

অর্জুনের কোন বিদ্যা থাকার জন্য দ্রোপদ রাজার লক্ষ্য ভেদ করে দ্রোপদীকে গ্রহণ করেছিলেন?

অর্জুন গন্ধর্ব রাজ চিত্ররথের কাছ থেকে চাক্ষুষী বিদ্যা লাভ করেন । এই বিদ্যা যে অর্জন করতে পারে তিনি সকল অলক্ষ্য বস্তুও লক্ষ্যে আনতে পারেন । তাই তিনি লক্ষ্যভেদ করে দ্রোপদীকে পেয়েছিলেন ।

কুরুক্ষেত্র যুদ্ধের পর কে কে জীবিত ছিল?

কুরুক্ষেত্র যুদ্ধের পর কে কে জীবিত ছিল?

কুরুক্ষেত্র যুদ্ধ একটি অতি বিশাল যুদ্ধ এবং এই যুদ্ধেই সর্বোচ্চ লোকক্ষয় হয় । বিশ্বব্রক্ষাণ্ডে এতবড় যুদ্ধ আর কখনো হয় নাই বা হবে না । এই যুদ্ধটি সংঘটিত হয় আঠার অক্ষৌহনী সৈন্য নিয়ে এবং আঠারো দিন ব্যাপি । দুই পক্ষের আঠারো অক্ষৌহনী সৈন্যের মধ্যে মাত্র কয়েকজন বেঁচে ছিল । এর মধ্যে পঞ্জপাণ্ডব সহ শ্রীকৃষ্ণ, সাত্যকী, কৃতবর্মা,…

রাম চরিত্র কলল্ক কি?

রাম চরিত্র কলল্ক কি?

রাম চরিত্রির কলল্ক দুটি ১। গুপ্তভাবে রাজাকে বধ, তবে বালি রাজা অনেক অধর্ম কাজ করে ভূভারের অংশী হন। তাই অধর্মেকে বিনাশ করাই অবতারের উদ্দেশ্য।২। সীতাদেবীকে গর্ভেতী অবস্থায় বিনা দোষে বনবাসে পাঠান ।

কেন ভগবান বিষ্ণু বার বার পৃথিবীতে অবতরণ উমুনকরেন এবং গর্ভ যাতনা সহ্য করেন?

কেন ভগবান বিষ্ণু বার বার পৃথিবীতে অবতরণ উমুনকরেন এবং গর্ভ যাতনা সহ্য করেন?

একবার যদি ভগুমুনির পত্নি পুলোমা দেবতাদের নিদ্রায় আচ্ছন্ন করে রাখে, এই অপরাধে ভগবান বিষ্ণু তাঁকে সুদর্শন চক্রের সাহার্যে মস্তক ছিন্ন করেন । ভৃগুমুনি এটা জানতে পেরে ক্রোধে বিষ্ণুকে অভিশাপ দেন যে, তুমি বিনা দোষ আমার স্ত্রীকে হত্যা করে ব্রাক্ষণী হত্যার পাতকী হয়েছো, এই পাপে তুমি বার বার মর্তে জন্মগ্রহণ করবে এবং অশেষ গর্ভ যাতনা ভোগ…

কেন ইন্দ্রদেব মানস সরোবরে গিয়ে পদ্মনালের মধ্যে অবস্থান করেন?

কেন ইন্দ্রদেব মানস সরোবরে গিয়ে পদ্মনালের মধ্যে অবস্থান করেন?

ইন্দ্র যখন বৃত্রাসুরকে নানা ভাবে প্রলোভন দেখিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করে হত্যা করেন তখন স্বর্গের দেবগণ ইন্দ্রকে ছি ছি করতে থাকে । তাঁরা বলে ইন্দ্র একজন বিশ্বাসঘাতক, সে নিজ মিত্রকে হত্যা করেছে, দিতির সন্তানগণকে গর্ভাবস্থায় হত্যা করতে গিয়েছে তাঁকে কেহ বিশ্বস করো না, তারপর সে ব্রক্ষহত্যা পাপী । তখন এই সকল কথা শুনে ইন্দ্র লজ্জা ও…