সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ট্রাকচালক ও তাঁর সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫এপ্রিল) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার বাঁশতলীপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আলী নগর এলাকার বিল্লাল হোসেন (২৬) ও একই এলাকার হাসান আলী (২০)। আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২০ সালের ৬ ডিসেম্বর সকালে জেলার সলঙ্গা থানা এলাকায় বিশেষ টহল ডিউটি করছিলেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা। একইদিন দুপুরে র‌্যাব সদস্যরা জানতে পারেন, কয়েকজন মাদক ব্যবসায়ী রাজশাহী থেকে একটি ট্রাকে করে হেরোইন নিয়ে ঢাকা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিসমিল্লাহ হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ ট্রাকের চালক, সহকারীসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-১২-এর ডিএডি সেলিম পারভেজ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *