সিরাজগঞ্জে ৭ এতিমখানায় গেলো ২৮৬ কেজি জাটকা

সিরাজগঞ্জ সদরে যমুনা নদীর তীরে অভিযান চালিয়ে ২৮৬ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। শনিবার (৩০ মার্চ) ভোরে সদর উপজেলার যমুনা নদীর ক্রসবার-৪ ও পুরাতন জেলখানা ঘাট এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযানে ২৮৬ কেজি জাটকা মাছসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে ভবিষ্যতে আর কখনও তারা জাটকা ধরা কিংবা বিক্রি করবে না বলে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, এ সময় নদীর তীরে কিছু অবৈধ কারেন্ট জাল পাওয়া যায়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ৭টি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

অভিযান চলাকালে সদর উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী গোলাম রাব্বি, সিরাজগঞ্জ নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *